Site icon janatar kalam

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে খোয়াইয়ে বিক্ষোভ, পুলিশ–আধাসামরিক বাহিনীর ব্যারিকেডে উত্তেজনা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর লাগাতার আক্রমণ, নির্যাতন ও নারীদের উপর সহিংসতার ঘটনার নিন্দা জানিয়ে খোয়াই জেলায় বিক্ষোভ মিছিল সংগঠিত করল বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ এই বিক্ষোভ মিছিল ঘিরে খোয়াই শহরে চরম উত্তেজনার সৃষ্টি হয়।

বিশ্ব হিন্দু পরিষদ জেলা কমিটি ও বজরং দলের উদ্যোগে এবং বিপুল সংখ্যক সনাতনী হিন্দু জনগণের অংশগ্রহণে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি খোয়াই কৃষ্ণ মন্দির সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে খোয়াই পুরানবাজার হয়ে ভারত–বাংলাদেশ সীমান্তের চেকপোস্ট অফিস সংলগ্ন এলাকায় পৌঁছানোর চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে তা আটকে দেয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, গত এক বছর ধরে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর ধারাবাহিকভাবে আক্রমণ, নির্যাতন, হিন্দু নারীদের ধর্ষণ এবং নৃশংসভাবে হত্যার মতো ঘটনা ঘটে চলেছে। বিশেষ করে সাম্প্রতিক কয়েক মাসে মৌলবাদী শক্তির তাণ্ডব আরও বেড়েছে বলে দাবি করেন তাঁরা।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিশ্ব হিন্দু পরিষদ খোয়াই জেলা কমিটির সম্পাদক সপ্তদ্বীপ আচার্য্য। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সত্যজিৎ রায়, বিজয় গোপ, অসিত গোপ সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। সপ্তদ্বীপ আচার্য্য বলেন, “বাংলাদেশের হিংস্র মৌলবাদীদের আমরা স্পষ্ট বার্তা দিতে চাই—অবিলম্বে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ বন্ধ করতে হবে। অন্যথায় আমাদের আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে।”

মিছিলটি সীমান্তমুখী হলে বিএসএফ, সিআরপিএফ ও পুলিশের যৌথ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারিকেড দেয়। এক পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও আধাসামরিক বাহিনীর ধাক্কাধাক্কি হলেও শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রশাসনের হস্তক্ষেপে শান্তিপূর্ণভাবেই কর্মসূচির সমাপ্তি ঘটে।

ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা ছড়ালেও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।

Exit mobile version