জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ও দোষীদের দ্রুত শাস্তির দাবিতে শহরের রাজপথে প্রতিবাদ মিছিল সংগঠিত করল সিপিআই(এম)-এর পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি। মিছিলে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশগ্রহণ করেন।
এদিন মিছিল চলাকালীন হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিক্ষোভকারীরা বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলির তীব্র নিন্দা জানান এবং আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানান। পাশাপাশি, নির্যাতিত সংখ্যালঘুদের ন্যায়বিচার নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি তোলা হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআই(এম) নেতা মানিক দে অভিযোগ করেন, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে ধর্মীয় উগ্রপন্থীরা ক্রমাগতভাবে সংখ্যালঘু সম্প্রদায়কে নিশানা করছে। তিনি বলেন, এই অমানবিক অত্যাচারের বিরুদ্ধে সিপিআই(এম) প্রথম থেকেই সোচ্চার রয়েছে।
এই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের সরকারের উপর চাপ সৃষ্টি করে দ্রুত দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

