বাংলাদেশে কোলকাতাগামী ত্রিপুরার বাসে হামলা, মুখ্যমন্ত্রীর সতর্ক বার্তা
janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-ত্রিপুরা থেকে কলকাতা যাওয়ার পথে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোডে শ্যামলী পরিবহনের একটি বাসের উপরে পরিকল্পিত ভাবে আক্রমণ করা হয়েছে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন গাড়িতে থাকা ভারতীয় যাত্রীরা। বাসটি বিশ্বরোডের এক পাস ধরেই যাচ্ছিলো। অভিযোগ আচমকা বাসটিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুর্ঘটনার কবলে ফেলার জন্য ধাক্কা দেয় পণ্যবাহী একটি ট্রাক।
একই সময়ে রাস্তায় থাকা একটি অটো বাসের সামনে চলে আসে এবং শ্যামলী বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। এই ঘটনার পর স্থানীয় লোকজন বাসে থাকা ভারতীয় যাত্রীদের ক্রমাগত হুমকি দিতে থাকে বলে অভিযোগ। তাদের সামনেই ভারত বিরোধী নানা স্লোগান দিয়ে এবং কটু মন্তব্য করে যাত্রীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বাসে থাকা ভারতীয় যাত্রীরা।
এনিয়ে শনিবার সাংবাদিকদের প্রশ্নোত্তরে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, খবর পেয়েছেন তবে সবকিছু জেনে নিশ্চিত হয়ে মন্তব্য করবেন। তবে তিনি প্রতিক্রিয়ায় বলেন, বাংলাদেশে বর্তমানে যা হচ্ছে ভালো হচ্ছে না। সংখ্যালঘুদের উপরে যেভাবে অত্যাচার করা হচ্ছে সারা বিশ্ব দেখছে।
মুখ্যমন্ত্রী বলেন,কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রীয় নেতৃত্ব সেদিকে নজর রেখেছেন বলে আশাব্যক্ত করেন। যথাসময়ে যথা ব্যবস্থা গ্রহণ করবেন।সেদিকে তাকিয়ে রয়েছেন। ত্রিপুরার তিন দিকে বাংলাদেশ সীমান্ত। কাজেই বিএসএফ ও ডিজিপির সঙ্গে কথা বলেছেন যাতে তীক্ষ্ণ নজর রাখা হয়।