বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে ইউনুসের কাছে উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
janatar kalam
জনতার কলম ওয়েবডেস্ক :- ব্যাঙ্ককে আয়োজিত বিমস্টেক সম্মেলনের মাঝে পার্শ বৈঠক নরেন্দ্র মোদী ও মহম্মদ ইউনুস। ভারত বাংলাদেশ দুই দেশের রাষ্ট্র প্রধানদের এই বৈঠকের দিকে নজর ছিলো সবার। বাংলাদেশে উগ্র মৌলবাদী শক্তির উত্থান এবং সংখ্যালঘু নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। সূত্রটির দাবি, ৫ আগস্টের পর বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে ইউনুসের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সেই সঙ্গে সেই দেশের উগ্র মৌলবাদের উত্থান নিয়েও ইউনুসের দৃষ্টি আকর্ষন করেন প্রধানমন্ত্রী। দুটি বিষয়েই ইউনুসকে সতর্ক করে দেয়া হয়। এদিকে বাংলাদেশের পক্ষ থেকে দাবি করা হয়েছে সে দেশের প্রধান উপদেষ্টা ড. মহম্মদ ইউনুস শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চেয়েছেন। অভিযোগ করা হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতে বসে উদ্ভানিমূলক মন্তব্য করে যাচ্ছেন। যার ফলে বাংলাদেশের পরিস্থিতি অস্থির হয়ে উঠছে।
এই পরিস্থিতিতে বিচারের জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হস্তান্তরের দাবি জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট এক গণ অভ্যুত্থানে বাংলাদেশের সেনা প্রধান সে দেশের প্রধানমন্ত্রীকে নিরাপত্তার জন্য ভারতে পাঠান। বর্তমানে সে ভারাতেই রয়েছেন। এদিকে, বাংলাদেশে অস্থিতির পরিস্থিতিতে আক্রমনের শিকার হচ্ছেন সে দেশের সংখ্যালঘুরা।