জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সোমবার মহান বিজয় দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের ৫৩তম বার্ষিকী উদযাপন করেছে ভারতীয় এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনী।
সোমবার অনাড়ম্বর অনুষ্ঠানে মধ্য দিয়ে ভারতীয় এবং বাংদেশের সশস্ত্র বাহীনিরা উদযাপন ১৯৭১ সালের মুক্তি যুদ্ধের শহিদ বীর সেনাদের বিজয় দিবস। এদিনের এই অনুষ্ঠান উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীর ১০১ এরিয়া চিফ অফ স্টাফ মেজর জেনারেল সুমিত রানা ও বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ ইনফ্যান্ট্রি ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিকের নেতৃত্বে উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ত্রিপুরার আগরতলা-আখাউড়া সীমান্তে শুভেচ্ছা ও মিষ্টি বিনিময় করেন।
তাছাড়া, এই দিনটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ত্রিপুরা ও আগরতলার গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও স্মরন করিয়ে দেয় এবং এই অনুষ্ঠানটি ভারত ও বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে ও তাঁদের জনগণের মধ্যে রক্তের বন্ধনে গড়ে ওঠা গভীর বন্ধুত্বের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।