Site icon janatar kalam

বাংলাদেশের বদলে স্কটল্যান্ড, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ বড় পরিবর্তন

জনতার কলম স্পোর্টস ডেস্ক :- আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া আইসিসি মেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ থেকে বাংলাদেশকে সরিয়ে দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (BCB) ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়ার পর শনিবার (২৪ জানুয়ারি) চূড়ান্ত সিদ্ধান্ত নেয় আইসিসি।

আইসিসির নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়—এমন দাবিদাওয়া করায় শেষ পর্যন্ত বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে নেওয়ার সিদ্ধান্ত হয়। শনিবার সকালে আইসিসি সিইও সঞ্জোগ গুপ্ত আনুষ্ঠানিকভাবে আইসিসি বোর্ডকে চিঠি দিয়ে জানান, বোর্ডের সিদ্ধান্ত মানছে না বিসিবি, ফলে বিকল্প দেশ আমন্ত্রণ ছাড়া আর কোনো উপায় নেই। ওই চিঠির কপি পাঠানো হয় বিসিবি সভাপতি ও আইসিসি বোর্ড সদস্য আমিনুল ইসলামকেও।

একইসঙ্গে সঞ্জোগ গুপ্ত ক্রিকেট স্কটল্যান্ডকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠান বলে জানা গেছে। ক্রিকেট স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগ করা হলেও রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আইসিসির সদর দপ্তর দুবাই ও স্কটল্যান্ডের এডিনবরার মধ্যে শনিবার সকাল থেকেই যোগাযোগ শুরু হয় বলে জানা গেছে।

কেন স্কটল্যান্ড?

পূর্ববর্তী আইসিসি ইভেন্টে ধারাবাহিক পারফরম্যান্স এবং বর্তমান টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ১৪ নম্বরে থাকার ভিত্তিতেই স্কটল্যান্ডকে জায়গা দেওয়া হয়েছে।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘বি’-তে তারা ইংল্যান্ডের সমান পয়েন্ট পেলেও নেট রান রেটে পিছিয়ে তৃতীয় হয়েছিল। ২০২২ সালে গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজকে হারালেও সুপার ১২-এ উঠতে পারেনি। ২০২১ বিশ্বকাপে তারা গ্রুপ পর্বে বাংলাদেশকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলেও সুপার ১২ পর্বে জয় পায়নি।

 

গ্রুপ ও ম্যাচ সূচি

 

বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে প্রাথমিক পর্বের গ্রুপ ‘সি’-তে রাখা হয়েছে। কলকাতায় তারা খেলবে—

 

৭ ফেব্রুয়ারি: ওয়েস্ট ইন্ডিজ

 

৯ ফেব্রুয়ারি: ইতালি

 

১৪ ফেব্রুয়ারি: ইংল্যান্ড

 

এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে স্কটল্যান্ড।

এই সিদ্ধান্তে বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন বিতর্কের জন্ম দিল আইসিসি, আর বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ নিয়ে তৈরি হলো বড় প্রশ্নচিহ্ন।

Exit mobile version