জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গনতন্ত্র ধর্মনিরপেক্ষতার দৃষ্টিভঙ্গি,আদর্শকে ভিত্তি করে মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়েছিল। কাজেই এটাকে পুনরুদ্ধার এবং সুসংহত করার ক্ষেত্রে বাংলাদেশের বর্তমান সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়ায় এই আশাব্যক্ত করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
বৃহস্পতিবার বাংলাদেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে মানিক বাবু বলেন, ভারতের পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী ভারত। বাংলাদেশের এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বাংলাদেশের বর্তমান সরকার কি ভূমিকা গ্রহণ করে এটা দেখার। তিনি বলেন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশে দরকার শাস্তি, সম্প্রতি,সুস্থিতি।