Site icon janatar kalam

বাংলাদেশী চোর সন্দেহে খোয়াইয়ে পিটিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-খোয়াই জেলার চাম্পাহর থানার বিদ্যাবিল এলাকায় বুধবার সকালে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। স্থানীয়রা সীমান্ত সংলগ্ন এলাকায় তিন যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন এবং পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে চাম্পাহর থানার পুলিশ ও বিএসএফ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহতদের মাথা চূর্ণ অবস্থায় ছিল। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, কেউ সম্ভবত বাংলাদেশী চোর সন্দেহে তাদের পিটিয়ে হত্যা করেছে। নিহতরা বাংলাদেশী নাগরিক বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে এলাকায় তীব্র উদ্বেগ ও চাঞ্চল্য তৈরি হয়েছে। খোয়াই জেলা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং সঠিক কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

 

 

Exit mobile version