Site icon janatar kalam

বাংলাদেশি যুবক আটক সীমান্ত বাহিনীর হাতে 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারত-বাংলাদেশ কৈয়াডেগা সীমান্তে পারাপারের সময় বাংলাদেশি এক যুবককে আটক করে স্থানীয় বিএসএফ। পরবর্তী সময় তাকে কিছু উত্তম মধ্যম বিএসএফ দিয়ে তুলে দিয়ে মধুপুর থানার পুলিশের হাতে। বর্তমানে থানায় জিজ্ঞাসাবাদ চালানো হয়। সূত্রে খবর ওই যুবকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার অন্তর্গত মালদা গ্রামে।

নাম নির্মল বিশ্বাস, বাবা হিমাংশু বিশ্বাস বলে জানায় পুলিশ। মধুপুর থানাদিন কমলাসাগর বিধানসভার কৈয়াডেগা সীমান্তের তারকাটা বেড়া ডিঙিয়ে এই পারে প্রবেশের সময় তাকে আটক করে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার অন্তর্গত মালদা এলাকার এক যুবক যার নাম নির্মল বিশ্বাস বয়স ৩৮ বাবার নাম হিমাংশু বিশ্বাস বিএসএফ আটক করে বিএসএফ।

ওই যুবক আগরতলার উদ্দেশ্যে আসছিল বলে খবর। তবে তার কাছ থেকে আরো কিছু তথ্য সংগ্রহ করতে পারবে বলে পুলিশের ধারণা। বর্তমান পরিস্থিতিতে সীমান্ত এলাকায় বিএসএফ কিংবা বাংলাদেশ বিজিবি থাকার পরেও কি করে ওপার থেকে বাংলাদেশীরা এই পারে প্রবেশ করছে তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে মধুপুর থানার পুলিশ শনিবার নির্মল বিশ্বাসকে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করে।

Exit mobile version