বাংলাদেশি যুবকের হাতে রক্তাক্ত প্রাক্তন ব্য্যাঙ্ক ম্যানেজার,গ্রেফতার অভিযুক্ত
janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নাগিছড়া এক বাড়িতে ঢুকেও জনকে রক্তাক্ত করার ঘটনায় দুষ্কৃতীকে আটক করেছে পুলিশ। ধৃত যুবকের বাড়ি বাংলাদেশ। সে একে তো অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে তার উপর স্থানীয় এক পরিবারের উপর হামলা করে ৩ জনকে গুরুতর আহত করে। ধৃতের নাম মহিম চাকমা, বাড়ি বাংলাদেশের খাগড়াছড়ি থানার অন্তর্গত তেঁতুল তলা এলাকায়।
সে অবৈধভাবে ভারতে প্রবেশের করে আগরতলা শহরে বেশ কিছু জায়গায় কাজ করেছে। কিছুদিন আগে একটি বেসরকারি জলের কারখানায় কাজ নেয়। এর সুবাদে দয়াল চন্দ্র চাকমার স্ত্রীর সাথে অনলাইন ব্যবসার কারণে টাকার লেনদেন নিয়ে ঝামেলা হয় বলে অভিযোগ। এর রেশ ধরে সে সম্প্রতি দয়াল চন্দ্র চাকমা সহ তার স্ত্রী ও পুত্রের উপর হামলা চালায়।
এদিকে পুলিশ মামলা নিয়ে বাংলাদেশি দুষ্কৃতী মহিমকে খুঁজতে শুরু করে। মঙ্গলবার রাতে শ্রীনগর থানার পুলিশ বাধারঘাট রেলস্টেশন থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়। বুধবার তাকে আদালতে তোলা হয়। তার সাথে কে কে জড়িত আছে, কিভাবে বাংলাদেশ থেকে এসছে তা জানার চেষ্টা করছে পুলিশ।