জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিশ্ব বাঁশ দিবস প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয় সরকারি ভাবে। এবছর এর ব্যতিক্রম ঘটেনি।বাঁশের অগণিত উপকারিতা এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় এর ভূমিকা সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। বাঁশ এর শক্তি, নমনীয়তা এবং পরিবেশ-বন্ধুত্ব সহ এর ব্যতিক্রমী গুণাবলীর জন্য বিখ্যাত।
ত্রিপুরা রাজ্য বাঁশ উৎপাদনে উল্লেখযোগ্য স্থান অধিকার করে আছে। বুধবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে রাজধানীর প্রজ্ঞা ভবনে পালন করা হয় বিশ্ব বাঁশ দিবস। শিল্প ও বাণিজ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত বিশ্ব বাঁশ দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, দপ্তরের সচিব কিরন গিত্যে সহ সংশ্লিষ্ট আধিকারিকরা।
শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা এক সাক্ষাৎকারে জানান সমগ্র দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও বিশ্ব বাঁশ দিবস পালন করা হচ্ছে। তিনি আরও জানান রাজ্যের যারা বাঁশ নিয়ে কাজ করতে ইচ্ছুক তাদেরকে সাথে নিয়ে বাঁশ শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে।মন্ত্রী জানান বাঁশ শিল্পের সাথে যারা যুক্ত তাদেরকে আত্মনির্ভর করার জন্য শিল্প ও বাণিজ্য দপ্তর থেকে সাহায্য করা হবে। উল্লেখ্য বাঁশ ভিত্তিক বিভিন্ন শিল্প নির্মাণেও বিশেষ উল্লেখযোগ্য স্থান দখল করে আছে ত্রিপুরা।