Site icon janatar kalam

বাঁচানো গেলো না আড়াই বছরের শিশুকে! খুনের অভিযোগে আতঙ্ক

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-সোমবার সকালে বিশালগড় পশ্চিম লক্ষ্মীবিল নীলকমল এলাকার বিশ্বজিৎ ঘোষের ছেলে বিবেক ঘোষ (ডাকনাম: সন, বয়স আড়াই বছর) নিখোঁজ হয়ে যায়। স্থানীয়রা নিখোঁজ শিশুর খোঁজে নেমে, বাড়ির পার্শ্ববর্তী পুকুর থেকে তাকে উদ্ধার করেন।

শিশুকে দ্রুত মহাকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করার পর শিশুকে রেফার করেন আগরতলা হাঁপানি হাসপাতালে। তবে সেখানে পৌঁছানোর পর শিশুর মৃত্যু ঘটে।

স্থানীয়দের অভিযোগ, শিশুকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু পরিকল্পনা অনুযায়ী নিতে না পারায় সন্দেহভাজনরা শিশুকে পুকুরে ফেলে পালিয়ে যায়। চিকিৎসকরা জানান, হাসপাতালে শিশুর জীবন বাঁচানো সম্ভব হয়নি। ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে।

Exit mobile version