Site icon janatar kalam

বহিরাজ্যের লরি থেকে কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার ২

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বহিরাজ্যের একটি লরি থেকে প্রচুর পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ আটক দুই। ঘটনা রবিবার সকালে রাজধানীর ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকায়। উদ্ধারকৃত নেশা সামগ্রীর আনুমানিক বাজার মূল্য এক কোটি টাকা বলে জানিয়েছেন পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে। পুলিশ ,গোয়েন্দা শাখা, বিএসএফ এবং অন্যান্য নিরাপত্তা এজেন্সিগুলির তল্লাশীর মাঝেও রাজ্যে নেশা সামগ্রী পাচারের কাজ অব্যাহত রয়েছে।

রবিবার সকালে রাজধানীর ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকা থেকে প্রচুর পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল পুলিশ। এদিন গোপন সংবাদে পশ্চিম থানা এবং পূর্ব থানার পুলিশ খবর পায় ঝুলন্ত ব্রিজ এলাকায় নাগাল্যান্ডের একটি গাড়ি দাঁড় করানো রয়েছে। এতে প্রচুর পরিমাণ নেশা সামগ্রী রয়েছে।

খবর পেয়েই সদর মহকুমা পুলিশ আধিকারিক ডিপি রায়ের নেতৃত্বে একটি টিম গঠন করা হয়। এই টিমটি ঝুলন্ত ব্রিজ এলাকায় তলাশী অভিযান চালায়। অভিযানকালে NL01A-J 0403 নম্বরে একটি লড়ি থেকে এক লক্ষ বিশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট গুলির বাজার মূল্য প্রায় এক কোটি টাকা ।এই ঘটনায় পুলিশ সংশ্লিষ্ট গাড়ির চালক , মেহমান হোসেন এবং সহচালক মিন্টু বর্মনকে পুলিশ গ্রেপ্তার করে ।খবর পেয়ে সাথে সাথে এই ঘটনাস্হলে যান পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমারকে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা পুলিশ সুপার কিরণ কুমার কে এই সংবাদ জানান। তিনি জানান, এই অভিযানে পশ্চিম থানার ওসি পরিতোষ দাস এবং পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি সহ সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় নেতৃত্বে ছিলেন। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

জানা গেছে নাগাল্যান্ডের সংশ্লিষ্ট লরিটি বিভিন্ন সামগ্রী নিয়ে বিশালগড় যাচ্ছিল। ঘটনায় ধৃত দুই অভিযুক্তির বাড়ি ও বিশালগড় এলাকাতেই। এনডিপিএস ধারায় একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Exit mobile version