Site icon janatar kalam

বল করার ছাড়পত্র পেয়ে আইপিএলে খেলার চেষ্টা শুরু করে দিলেন শাকিব আল হাসান

জনতার কলম ওয়েবডেস্ক :- সদ্যই বল করার ছাড়পত্র পেয়েছেন। আর তারপরেই আইপিএলে খেলার চেষ্টা শুরু করে দিলেন শাকিব আল হাসান। জানা গিয়েছে, আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে ইতিমধ্যেই একপ্রস্থ আলোচনা সেরে ফেলেছেন বাংলাদেশ তারকা। এবারের আইপিএলেই খেলতে চান তিনি।

কিন্তু প্রাক্তন টাইগার অধিনায়কের মনোবাসনা কতখানি পূর্ণ হবে, সেটা নিয়ে প্রশ্ন থাকছে। ঘোর দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। এই মুহূর্তে নিজের দেশে ঢোকা নিষেধ শাকিবের। বিদেশের মাটিতে তাঁকে খেলানো হবে কিনা তা নিয়েও সংশয় রয়ে গিয়েছে। ফলে দেশের জার্সি গায়ে খেলার পাট মোটামুটি চুকে গিয়েছে।

আপাতত শাকিবের ভরসা শুধু কাউন্টি এবং বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ। সেখানেও ধাক্কা খেতে হয় তারকা ক্রিকেটারকে। ডিসেম্বর মাসে তাঁর বোলিংয়ে নিষেধাজ্ঞা জারি করে আইসিসি। তার জেরে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকেও বাদ পড়েন শাকিব। কেবল ব্যাটার হিসাবে তাঁকে দলে নেয়নি বাংলাদেশ বোর্ড।

Exit mobile version