জনতার কলম ওয়েবডেস্ক :- আমাদের দেশের বিভিন্ন জায়গায় চালের দাম বেড়ে চলার কয়েকদিন আগে চাল রপ্তানির উপর কেন্দ্র সরকারের নিষেধাজ্ঞা জারি করার পরও ক্রমশ বেড়েই চলছে চালের দাম। তাই তাই এবার ক্রেতা সুরক্ষা মন্ত্রকের উদ্যোগ নেওয়া হল নয়া পদক্ষেপ, নোটিশও পাঠানো হয়েছে একাধিক মন্ত্রকে। আগামী বছরই অনুষ্ঠিত হতে চলেছে লোকসভা নির্বাচন হাতে রয়েছে আর কয়েকটা মাস এরই মধ্যে চালের দাম সহ নৃত্য প্রয়োজনীয় সামগ্রী এর মূল্য বৃদ্ধির কারণে অস্বস্তিতে রয়েছে কেন্দ্র সরকার। বলা বাহুল্য টমেটো, পেঁয়াজের দাম বৃদ্ধি হলেও কম করে মানুষ তা কিনতে পারে। কিন্তু চালের দাম বাড়লে সাধারণ মানুষ কি খেয়ে বেঁচে থাকবে। সেদিকে লক্ষ্য রেখে ক্রেতা সুরক্ষা মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত ইথানল উৎপাদনে চাল সরবরাহ বন্ধ রাখা এবং তার বদলে ভুট্টা দিয়ে ইথানল তৈরি হোক। মানুষের খাওয়ার চালের দাম যাতে নিয়ন্ত্রণে থাকে, তার জন্যই এই পদক্ষেপ। তাছাড়া এদিকে গুদাম থেকে খোলা বাজারে নিলাম করা চালের দামও কমানো হয়েছে। এখন প্রতি কুইন্টাল চালের দাম ২০০ টাকা করে নির্ধারণ করা হয়েছে। এর ফলে খুচরো বাজারেও চালের দাম নিয়ন্ত্রণে থাকবে বলে আশা করা হচ্ছে।