Site icon janatar kalam

বন কর্মীদের ব্যর্থতা ধরতে পারেনি কিং কোবরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিষাক্ত সাপ ধরতে ব্যর্থ হয়ে হাসির খোরাক বনকর্মীরা । জানা যায় শুক্রবার দুপুরে ধর্মনগর মহকুমার বাগবাসা থানাধীন আসাম রাইফেল ক্যাম্প লাগোয়া জনৈক শুভ্রাংশু দাম এর বাড়ির লোকজনরা বিশাল আকারের একটি কালো বিষধর সাপ দেখতে পায় । সাথে সাথে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে খবর। কৌতহলি জনতা সাপটিকে দেখতে ভিড় জমায় শুভ্রাংশু দামের বাড়িতে। খবর দেওয়া হয় বনদপ্তরে, প্রাপ্ত খবরে জানা গেছে জুরি বিটের অন্তর্গত বন কর্মীরা সাপ ধরতে শুভ্রাংশু দামের বাড়িতে গিয়ে বেশ কিছু সময় ধরে চেষ্টা করেও ধরতে পারেনি। সকলের মতে বিশাল আকারের সাপটি ছিল কিং কোবরা। অবশেষে সাপটি বাড়ির পাশে জঙ্গলে চলে যায়। হাসির খোরাক হয়ে খালি হাতেই ফিরে যেতে হল বন কর্মীদের।

 

 

 

Exit mobile version