জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মুঙ্গিয়াকামী এলাকায় বন্য হাতির তাণ্ডব অতিষ্ঠ এলাকাবাসী। দিন দিন ওই এলাকায় বন্য হাতির উপদ্রব বৃদ্ধি পেয়েই যাচ্ছে। প্রতিদিন বন্য হাতির তান্ডব সহ্য করতে হচ্ছেন গ্রামবাসীদের।বন্য হাতি গ্রামে প্রবেশ করে ঘর বাড়ি ভেঙে দিচ্ছে। তাই একপ্রকার বাধ্য হয়েই মুঙ্গিয়াকামী বাজারে এলাকায় জাতীয় সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে।পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী।এদিন সংবাদ মাধ্যমকে এক অবরোধকারীর অভিযোগ, পাট্টা প্রাপকদের অতিসত্বর সীমানা নিধার্রণ করা হোক।তাছাড়া, মুঙ্গিয়াকামী এলাকায় বন্য হাতির তাণ্ডব অতিষ্ঠ এলাকাবাসি। প্রতিদিন বন্য হাতির তান্ডব সহ্য করতে হচ্ছে গ্রামবাসীদের।বন্য হাতি গ্রামে প্রবেশ করে ঘর বাড়ি ভেঙে দিয়েছে। তাই তাঁরা বাধ্য আজ মুঙ্গিয়াকামী বাজারে এলাকায় জাতীয় সড়ক অবরোধ করেন। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রসাশনের আধিকারিকরা অবরোধকারীর সাথে কর্থাবাতা বলেন এবং আশ্বাস দিয়েছেন অতিসত্বর সমস্যা সমাধান করা হবে।ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন তাঁরা ।