Site icon janatar kalam

বন্যা পরিস্থিতির নামে সাধারণ মানুষের পকেট কাটছেন অসাধু ব্যবসায়ীরা, চোখ দেখানো অভিযানে খাদ্য দপ্তর 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীর বিভিন্ন বাজারে সদর মহকুমা প্রশাসনের টিম অভিযান চালালেও জিনিসপত্রের মূল্য বাড়ছে বৈ কমছে না। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে প্রশাসনের এই অভিযানের সুফল আমজনতার আদৌ মিলবে কি? বন্যা পরিস্থিতিতে যখন মানুষ দিশেহারা, ঘর বাড়ি, ফসল জলের তল্যা। চারিদিকে হাহাকার, তখন বাজারে একাংশ ব্যবসায়ী জিনিস পত্রের দাম বাড়িয়ে চলেছে।

সবকিছুর দাম বাড়িয়ে দিয়েছে অসাধু ব্যবসায়ীরা খাদ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেও। আলু- পেঁয়াজ থেকে শুরু করে কাচা লঙ্কা সবকিছুর মূল্য বেড়ে গেছে। অভিযোগ একাংশ অসাধু ব্যবসায়ী ক্রেতাদের পকেট কাটছে এই দুর্দিনে। এই অবস্থায় সদর মহকুমা প্রশাসনের তরফে বিভিন্ন বাজারে অভিযান চালানো হচ্ছে। রবিবার ছুটির দিন সকালে সদর মহকুমা শাসক মানিক লাল দাসের নেতৃত্বে বটতলা বাজারে অভিযান চালানো হয়। প্রশাসনিক টিমকে দেখে কিছু অসাধু ব্যবসায়ীরা তাদের দ্রব্যমূল্য প্রতি কিলোতে অনেকটাই কমিয়ে নেয়।

বটতলা বাজারে অভিযানে গিয়ে সদর মহকুমা শাসক জানান বন্যা পরিস্থিতির কারনে দপ্তরের সিদ্ধান্ত মোতাবেক যৌথ অভিযানে নেমেছেন খাদ্য দপ্তরকে সঙ্গে নিয়ে। যাতে করে বিক্রেতারা বাজারে দ্রব্য মূল্য অস্বাভাবিক বৃদ্ধি করতে না পারে। বাজারে যথেষ্ট পরিমাণে খাদ্য সামগ্রী মজুত রয়েছে। বাজার কমিটির সাথে মিটিং করা হয়েছে। সদর মহকুমা শাসক জানান কোন ব্যবসায়ী দাম বেশি রাখলে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

Exit mobile version