Site icon janatar kalam

বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে ফের মানবিকতার নজির গড়লেন তৃতীয় লিঙ্গের লোকজনরা 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মানবিকতার নজির ফের গড়লেন তৃতীয় লিঙ্গের লোকজন। ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের পাশে তারা দাঁড়ালেন তারা। সারাবছরই মানুষের সাহায্য নিয়ে জীবিকা নির্বাহ করে থাকেন তৃতীয় লিঙ্গের লোকজন। মানুষের বাড়িতে কোন সামাজিক অনুষ্ঠান হলে সেখান থেকেও তারা নিজেদের জন্য অর্থ সংগ্রহ করেন। মানুষও নিজেদের সাধ্যমত আর্থিক সাহায্য করে থাকেন।

তাই নিয়ে তারা সংসার চালান। যারা পরের সাহায্যে জীবিকা নির্বাহ করে থাকেন তারাই এবার মানবিকতার নজির গড়লেন। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত রাজ্য। রাজধানী আগরতলার অবস্থাও খুব খারাপ। বহু মানুষ ত্রাণ শিবিরে। বাড়ি ঘরের অবস্থা খুবই করুণ। এই অবস্থায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়াল সেই তৃতীয় লিঙ্গের লোকজন।

শনিবার তারা এক জোট হয়ে শহরের বিভিন্ন ত্রাণ শিবিরে যান। সেখানে শিবিরে থাকা লোকজনের মধ্যে চাল- ডাল, আলু সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিলি করেন। তারা জানান আগামী দিনেও মানুষের পাশে দাঁড়াতে চান। তাদের এ ধরণের উদ্যোগ সত্যি প্রশংসার দাবি রাখে।

 

Exit mobile version