জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের প্রধান বিরোধী দল তিপ্রা মথা এডিসি এলাকায় ১২ ঘণ্টার বনধ এর আহ্বান করেছে। এই বন্ধকে সর্বাত্মক রূপ দিতে শনিবার সকাল থেকেই কমলপুর, তেলিয়ামুড়া,আগরতলা জাতীয় সড়কের ৩৬ টি স্থানে মথা কর্মী সমর্থকরা পিকেটিংয়ে বসে। কমলপুর,তেলিয়ামুড়ায় আগরতলা জাতীয় সড়কের বিভিন্ন স্থানে মথা সমর্থকরা টায়ার জ্বালিয়ে পথ অবরোধে শামিল হন। এদিন সকাল থেকে সংশ্লিষ্ট জাতীয় সড়কে কোন ধরনের যানবাহন চলাচল করেনি। সংশ্লিষ্ট সড়কের বিভিন্ন স্থানে অবস্থিত প্রায় ২৭ টি স্থানীয় বাজারের সবকটি দোকানপাট শনিবার বনধ থাকে। বাচাইবাড়িতে বনধ সমর্থিত পিকেটারদের নেতৃত্ব দিতে দেখা গেছে রাজ্যের বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা কে। তেলিয়ামুড়ায় উপস্থিত ছিলেন এডিসি চেয়ারম্যান জগদীশ দেববমা । এদিন বিরোধী দলনেতা জানান, তিপ্রা মথার মূল দাবি গ্রেটার ত্রিপুরা ল্যান্ড। এই দাবির সমর্থনে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য বনধ ডাকা হয়েছে। তিনি এদিন জানান তিপ্রা মথা’র কর্মী সমর্থকরা এই দাবিতে ৩৬ টি স্থানে পিকেটিং করছে। এই বন সর্বাত্মক সফল বলে দাবি করেন তিনি। উল্লেখ্য যে দ্বিতীয় বিজেপি আইপিএফটি জোট সরকার গঠনের পর পৃথক রাজ্যসহ ১৬ দফা দাবি সনদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে তুলে দিয়েছিল মথা নেতৃবৃন্দ। বলা হয়েছিল লিখিত প্রতিশ্রুতি প্রদানের ভিত্তিতেই তারা জোট সরকারে যোগ দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করবে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পৃথক রাজ্যের বিষয়টি বিবেচনা করার জন্য ইন্টার লোকেটর নিয়োগ করার প্রস্তাব তিপ্রা মথাকে দেওয়া হয়েছিল বলে তখন জানিয়েছিলেন দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন ।কিন্তু এরপর ছয় মাস অতিক্রান্ত হতে চলেছে । এই সময়ে একাধিকবার কেন্দ্রীয় পর্যায়ে বৈঠক সম্পন্ন হলেও দাবি পূরণের বিষয়টি এখনো ঝুলেই রয়েছে। এই অবস্থায় দাবির প্রতি কেন্দ্র ও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যেই শনিবার ১২ ঘণ্টার এডিসি বনধ পালন করছে তিপ্রা মথা দল।