Site icon janatar kalam

বড় ধাক্কা পেলেন রেসলার ভিনেশ ফোগাট, অলিম্পিকের ফাইনাল ম্যাচের আগেই আউট হয়ে গেলেন, জেনে নিন বিষয়টি

জনতার কলম ওয়েবডেস্ক :- ভারতীয় ক্রীড়াপ্রেমীদের জন্য প্যারিস অলিম্পিক থেকে হৃদয় বিদারক খবর আসছে। ফাইনাল ম্যাচের আগেই অযোগ্য ঘোষণা করা হয়েছে ভারতীয় মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাটকে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৫০ কেজি রেসলিং ক্যাটাগরির ফাইনালের আগে তার ওজন ৫০ গ্রাম বেশি ছিল। এখন সে ফাইনালে উঠতে পারবে না। এভাবে শুধু সোনার পদকই ভারতের ঝুলিতে পড়েনি, এবার রৌপ্য পদকও হারাতে হলো।

ভারতীয় রেসলিং প্রবীণ কুস্তিগীর এবং কোচ মহাবালি সাতপাল এই বিষয়ে বলেছেন যে এটি সত্যিই খুব খারাপ খবর। কিন্তু একজন খেলোয়াড় এবং কোচ কীভাবে এতটা নির্লিপ্ত হতে পারেন যে ম্যাচের আগে তাদের ওজন বেড়ে যায় তা নিয়েও তিনি বিস্ময় প্রকাশ করেন। মহাবলী সতপাল বলেন, খেলোয়াড় ও কোচদের দায়িত্ব তাদের ওজন নিয়ন্ত্রণে রাখা। তিনি বলেন, নিয়ম হলো ম্যাচের আগে খেলোয়াড়দের ওজন করা হয়। সেখানে উপস্থিত কর্মকর্তারা এ জন্য খেলোয়াড়কে আধা ঘণ্টা সময় দেন। খেলোয়াড়ের ওজন বেশি হলে তাকে অযোগ্য ঘোষণা করা হয়।

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, এখন নারীদের ৫০ কেজি বিভাগে রৌপ্য পদক দেওয়া হবে না। এই বিভাগে শুধুমাত্র স্বর্ণ ও ব্রোঞ্জ পদক দেওয়া হবে।

Exit mobile version