জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বড়োসড় অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পেতে রেহাই পেল রাজধানীর শকুন্তলা রোড স্থিত মেট্রো বাজার এবং আশেপাশের দোকানগুলি। এদিন সকালে মেট্রো বাজারে আগুন লাগে। দ্বিতল ভবনের একটি এসি মেশিন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি তেমন একটা না হলেও এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
রাজধানীর শকুন্তলা রোডস্হিত মেট্রো বাজার বিপনী বিতান কেন্দ্রে অগ্নিকাণ্ড। ঘটনা শনিবার সকাল সাড়ে নয়টা নাগাদ। প্রতিদিনের মতো মেট্রো বাজারের কর্মীরা সবেমাত্র কাপড়চোপড় গোছাতে শুরু করেছিলেন। এসি মেশিন গুলো চালু করতেই হঠাৎ দোতলার একটি এসি মেশিন থেকে কালো ধোঁয়া নির্গত হতে দেখেন মেট্রো বাজারের কর্মীরা।
সাথে সাথে বেজে উঠে ফায়ার এলাম। শুরু হয় চিৎকার চেঁচামেচি ও দৌড়ঝাপ। এরই মধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন।এদিন এই অগ্নিকাণ্ড প্রসঙ্গে মেট্রো বাজারে এক কর্মকর্তা জানান ,এসি মেশিন থেকে কালো ধোয়ার সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় বিল্ডিং বা মালপত্রের ক্ষয়ক্ষতি তেমন একটা হয়নি।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন ।দমকল কর্মীদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনা প্রসঙ্গে দমকলের এক আধিকারিক জানান ,অল্প সময়ের মধ্যেই তৎপরতার সাথে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ না করে বলা সম্ভব নয় বলে জানান তিনি।
এই ঘটনায় আগুনের শিখা কাপড়ের স্তুপে স্পর্শ করতে পারেনি বলে অল্পেতে রক্ষা পেল মেট্রো বাজার ।আগুন কাপড়ের স্তুপে স্পর্শ করলে ব্যাপক আকার ধারণ করত। সেখান থেকে আগুন অন্যান্য কাপড়ের দোকানগুলিতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে শকুন্তলা রোড এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।