Site icon janatar kalam

বড়জলা মন্ডলের ৬ নং ওয়ার্ডে স্বচ্ছ ভারত অভিযান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজেপির ৪৬ তম প্রতিষ্ঠা দিবস ঘিরে রাজ্যের প্রতিটি মণ্ডলেই চলছে বিভিন্ন সামাজিক কর্মসূচি। তারেই অঙ্গ হিসাবে বড়জলা মন্ডলের ৬ নং ওয়ার্ডের উদ্যোগে বৃহস্পতিবার স্বচ্ছ ভারত অভিযান হয়। এদিন দলীয় কার‍্যকর্তারা চানমারী উচ্চ বিদ্যালয়ে সাফাই অভিযান কদশকরেন। স্কুল সংলগ্ন জলাশয়টিও পরিষ্কার করা হয়।

এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি, বড়জলার মণ্ডল সভাপতি রাজীব সাহা শাহী অন্যান্ন নেতা কর্মীরা। এদিনের স্বচ্ছ ভারত অভিযানে মহিলাদেরকেও বেশ উৎসাহের সঙ্গে অংশ নিতে দেখা যায়। পুরো স্কুল চত্বরে সাফাই অভিযান করেন তারা।

গত ৬ এপ্রিল বিজেপির প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে। ওই দিন থেকে বিভিন্ন বুথ ও মণ্ডল এলাকায় শুরু হয় সপ্তাহ ব্যাপী কর্মসূচি। আগামী ১২ এপ্রিল পর্যন্ত তা চলবে। এই সময় কালের মধ্যে বিভিন্ন বুথ ও মণ্ডল এলাকায় চলছে নানা সামাজিক কর্মসূচি। এর ফলে সাধারণ মানুষের সঙ্গে কার‍্যকর্তাদের নিবিড় সম্পর্ক গড়ে উঠবে বলে মনে করে রাজনৈতিক মহল।

Exit mobile version