Site icon janatar kalam

বড়জলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রাতের দুঃসাহসিক চুরি, ৫ লাখ টাকার মালামাল লোপাট

জনতার কলম আগরতলা প্রতিনিধি:- বুধবার রাতের অন্ধকারে বড়জলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চুরির শিকার হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চোরেরা বিদ্যালয়ের প্রবেশদ্বার ভেঙে অফিস রুমে প্রবেশ করে।

বৃহস্পতিবার সকালে শিক্ষক ও কর্মচারীরা স্কুলে এসে চুরির বিষয়টি প্রথম টের পান। প্রধান শিক্ষক জানান, চোরেরা বিদ্যালয়ের প্রধান অফিস কক্ষ এবং ল্যাবরেটরিতে ঢুকে কম্পিউটার, মূল্যবান সরঞ্জাম এবং গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি করে নিয়ে গেছে। চুরির মালামালের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশ চোরদের ধরতে কড়া ব্যবস্থা গ্রহণ করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ চুরি হওয়া সরঞ্জাম পুনরায় সংগ্রহ করার চেষ্টা করছে এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে নিরাপত্তা বাড়ানোর পরিকল্পনা করেছে।

 

 

Exit mobile version