Site icon janatar kalam

বটতলা বাজারে জুয়ার আড্ডায় পুলিশের হানা, ১২ হাজার টাকাসহ সাতজন গ্রেপ্তার

জনতার কলম আগরতলা প্রতিনিধি:-পশ্চিম আগরতলা থানার পুলিশ গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে বটতলা বাজারের একটি নির্জন স্থানে অভিযান চালায়। এই অভিযানে জুয়ার সরঞ্জাম এবং নগদ ১২ হাজার টাকা আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

থানার ওসি রানা চ্যাটার্জি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে বটতলা এলাকায় জুয়ার আসর বসছে। এরপর পুলিশ তৎপর হয়ে ওই স্থানে হানা দেয় এবং জুয়ার সামগ্রী ও টাকা উদ্ধার করে। আটককৃতদের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে।

Exit mobile version