Site icon janatar kalam

বঙ্কিমচন্দ্রকে শ্রদ্ধা জানিয়ে ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পালন করল ত্রিপুরা পুলিশ

জনতার কলম আগরতলা প্রতিনিধি:-জাতীয় সঙ্গীত ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে আগরতলায় রাজ্য পুলিশ সদর দফতরে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশপ্রেমের আবহে একত্রে গাওয়া হয় ‘বন্দে মাতরম’, প্রদর্শিত হয় বিশেষ ফটো এক্সিবিশন এবং অনুষ্ঠিত হয় পুলিশ ব্যান্ডের দেশাত্মবোধক সংগীত পরিবেশনা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা পুলিশের মহাপরিদর্শক (ডিজিপি) অনুরাগ। তিনি ‘বন্দে মাতরম’-এর ঐতিহাসিক প্রেক্ষাপট এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে গানটির প্রেরণাদায়ী ভূমিকা স্মরণ করেন। ডিজিপি অনুরাগ বলেন, “এই গান কেবল একটি সঙ্গীত নয়, এটি আমাদের জাতীয় চেতনা ও ঐক্যের প্রতীক। প্রজন্মের পর প্রজন্ম ধরে এটি ভারতবাসীর হৃদয়ে দেশপ্রেম জাগিয়ে তুলছে।”

এই দিন ত্রিপুরা পুলিশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করে, যিনি এই অমর সৃষ্টি ‘বন্দে মাতরম’-এর রচয়িতা। তাঁকে স্মরণ করে ডিজিপি বলেন, “বঙ্কিমচন্দ্র শুধু একজন সাহিত্যিক নন, তিনি এক দূরদর্শী চিন্তাবিদ, যিনি ভারতের আত্মপরিচয় ও গর্বের ভিত্তি স্থাপন করেছিলেন।”

পুরো অনুষ্ঠানজুড়ে দেশপ্রেম ও ঐক্যের আবেগে ভেসে ওঠে উপস্থিত পুলিশ কর্মী ও অতিথিরা। পুলিশ সদর দফতরের এই আয়োজন সকলকে স্মরণ করিয়ে দেয়, ‘বন্দে মাতরম’ আজও প্রতিটি ভারতবাসীর জীবনে এক অমলিন অনুভূতি, এক অটুট প্রেরণা।

 

 

 

Exit mobile version