Site icon janatar kalam

বক্সনগরে তফাজ্জলকে নিয়ে বিজেপি সমর্থকদের মিছিল, জয় নিয়ে ১০০% নিশ্চিত প্রার্থী 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সংখ্যালঘু মানুষের কথা চিন্তা করে ও স্থানীয় কার্যকর্তাদের ইচ্ছায় প্রাধান্য দিয়ে আবারও বক্সনগর বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি বক্সনগর বিধানসভা কেন্দ্রে উপভোটে তফাজ্জল হোসেনকে প্রার্থী করেছে। বক্সনগর ও ধনপুর উপভোটে প্রার্থী ঘোষণার পর থেকেই কার্যকর্তাদের মধ্যে বিপুল উৎসাহ দেখা দিয়েছে।বুধবার সকাল থেকেই বক্সনগর এলাকায় বাজির ঝলকানি ও কার্যকর্তাদের উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। শুধু বিজেপি দলেরই নয় বিভিন্ন দল থেকে মানুষ ছুটে এসে আনন্দ উল্লাসে মেতে উঠতে দেখা যায়। প্রার্থী তফাজ্জল হোসেনকে নিয়ে স্থানীয় কার্যকর্তারা এলাকায় একটি মিছিল করে অভ্যর্থনা জানান।এদিকে বক্সনগর উপভোটে তফাজ্জল হোসেন প্রার্থী হয়ে প্রথমে প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। আসন্ন উপ নির্বাচনে বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেন বিপুল ভোটে জয়ী হবেন বলে আশাবাদী।

 

 

 

Exit mobile version