জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-বকেয়া ২৫ শতাংশ মহার্ঘ্যভাতা অবিলম্বে মিটিয়ে দেওয়ার দাবি জানাল ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন পোস্ট অফিস চৌমুহনী। শুক্রবার বিকেলে সংগঠনের অফিসে সাংবাদিক সম্মেলন করেন নেতারা। সম্মেলনে সংগঠনের সভাপতি শান্তি রঞ্জন দেবনাথ বলেন, কেন্দ্রের কর্মচারীদের সঙ্গে রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ্যভাতার ফারাক ৫০ শতাংশ।
বর্তমানে কেন্দ্রের কর্মচারীরা ৫০ শতাংশ ডিএ। আর রাজ্যের সরকারি কর্মচারীরা পাচ্ছেন ২৫ শতাংশ মহার্ঘ্যভাতা। তিনি বলেন, কর্মচারীদের মহার্ঘ্যভাতা তাদের অর্জিত অধিকার। যা কিনা কোন সরকারের দয়ার দান নয়। শান্তি রঞ্জন দেবনাথ এদিন পাশাপাশি দাবি জানান অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার।