জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে আগে ছিল ৭২৭ শয্যা। তা বেড়ে এখন হয়েছে ১৪১৩ শয্যা। স্বাভাবিক ভাবেই নার্সিং পরিষেবা দেওয়ার কাজটা এখন নার্সিং স্টাফদের কাছে অনেক বেড়ে গেছে। আগে যা কাজ ছিল নার্সদের ক্ষেত্রে এখন তা বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। সেই কাজটা নার্সিং স্টাফরা সুচারুভাবে করছেন।
আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ ও জিবি হাসপাতালে রক্তদান শিবিরে একথা বললেন এমএস শঙ্কর চক্রবর্তী। আধুনিক নার্সিং পরিষেবার জন্মদাত্রী ফ্লোরেন্স নাইটিংগেলের জন্মদিন উপলক্ষে হয় শিবিরটি। প্রতিবছর ১২ মে নাইটিঙ্গেলের জন্মদিনে বিভিন্ন কর্মসূচী নেওয়া হয় রাজ্যে। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। নাইটিঙ্গেলের ২০৪ তম জন্মজয়ন্তীতে আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ ও জিবি হাসপাতালের নার্সিং অফিসারদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়েছে।
শনিবার জিবির ব্লাড ব্যাঙ্কে হয় রক্তদান শিবির। উপস্থিত ছিলেন জিবি হাসপাতালের মেডিক্যাল সুপার শঙ্কর চক্রবর্তী, ডেপুটি মেডিকেল সুপার কনক চৌধুরী,নার্সিং সুপার সোমা ধর সহ অন্যান্যরা। এদিন বেশ উৎসাহ নিয়ে নার্সিং স্টাফরা রক্ত দেন। এমএস শঙ্কর চক্রবর্তী আজকের বিশেষ দিনে তাদের কাজের ধন্যবাদ জানান। তিনি বলেন এরা অনেক ধৈর্য ধরে পরিষেবা দিয়ে যাচ্ছেন।