Site icon janatar kalam

ফ্লোরেন্স নাইটিংগেলের জন্মদিনে আইজিএম হাসপাতালের নার্সিং স্টাফদের উদ্যোগে রক্তদান শিবির

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে রক্তের চাহিদা ও যোগানের মধ্যে ফারাক রয়েছে। তাই এই ফারাক কমাতে চাহিদা ও যোগানের ভারসাম্য রাখতে রক্তদানে সকলকে এগিয়ে আসার আহ্বান জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা সঞ্জীব দেববর্মা। শুক্রবার আই জি এম হাসপাতালে এক রক্তদান শিবিরে যোগ দিয়ে এই আহ্বান রাখেন। প্রতিবছর ১২ মে ফ্লোরেন্স নাইটিংগেলের জন্মদিনটি আন্তর্জাতিক নার্সেস দিবস হিসেবে পালন করা হয়।

এই উপলক্ষে রাজধানীর আই জি এম হাসপাতালে রক্তদান শিবির করা হয়। এবছর আগরতলা সরকারি নার্সিং কলেজ হাসপাতালের নার্সিং স্টাফদের উদ্যোগে হয় শিবির।

শুক্রবার আই জি এম হাসপাতাল কমপ্লেক্সে হয় শিবিরটি। সাড়া জাগানো রক্তদান শিবিরে নার্সিং স্টাফ, পড়ুয়ারা উৎসাহ নিয়ে রক্তদান করেন। উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সঞ্জীব দেববর্মা, হাসপাতালের মেডিক্যাল সুপার, নার্সিং সুপারিনটেন্ডেন্ট সহ অন্যরা। আগামী দিনেও এধরনের প্রয়াস নার্সিং স্টাফদের তরফে জারি থাকবে বলে জানান আয়োজকরা।

 

 

Exit mobile version