জনতার কলম ওয়েবডেস্ক :-ফ্রিস্টাইল গ্র্যান্ডস্ল্যাম দাবার সেমিফাইনালে ছিটকে গেলেন ভারতের অর্জুন এরিগাইসি। আমেরিকার লেভন অ্যারোনিয়ানের কাছে ০-২ হেরে যাত্রা শেষ হল তাঁর। প্রথম ভারতীয় হিসেবে নতুন এই দাবা প্রতিযোগিতার শেষ চারে উঠেছিলেন অর্জুন। তাঁকে ঘিরে স্বপ্ন ছিল ভারতীয় দাবাপ্রেমীদের। কিন্তু অ্যারোনিয়ান এখন দুরন্ত ছন্দে আছেন। ম্যাগনাস কার্লসেনকে হারিয়েছেন। কোয়ার্টার ফাইনালে হিকারু নাকামুরার বিরুদ্ধে জিতেছিলেন। এ বার তিনি অর্জুনকে হারিয়ে ফাইনালে চলে গেলেন।
সেমিফাইনালের প্রথম গেমে যদিও একটা সময় অর্জুনই সুবিধেজনক অবস্থায় ছিলেন। কিন্তু তিনি তা কাজে লাগাতে পারেননি। আমেরিকার তারকা অ্যারোনিয়ান কিছুটা পিছিয়ে থাকলেও হাল ছাড়েননি। বরং অর্জুন সুযোগ কাজে লাগাতে না পারলে তিনি ধৈর্য ধরে থাকার পুরস্কার হিসেবে জয় পান।
দ্বিতীয় গেমে ড্র করলেই ফাইনালে উঠে যেতেন অ্যারোনিয়ান। তাই প্রথম থেকেই তিনি সতর্ক ছিলেন। ওপেনিংয়ে কিছুটা সুবিধেজনক অবস্থায় ছিলেন তিনি। কিছুক্ষণ পরে মনে হতে থাকে গেম ড্রয়ের দিকেই যাচ্ছে। কিন্তু টিকে থাকতে গেলে অর্জুনকে জিততেই হত, তাই ঝুঁকি নিতে গিয়ে তিনি এই গেমটিও হারেন।
অর্জুন এই প্রতিযোগিতায় হেরে হতাশ। তিনি বলেছেন, “চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে এসেছিলাম। কিন্তু অ্যারোনিয়ান অসাধারণ খেলেছে। ওর বিরুদ্ধে জেতা উচিত ছিল। কিন্তু শেষমেশ পারলাম না।”অপর সেমিফাইনালে আমেরিকার হ্যানস নিয়েমান জেতেন সতীর্থ কাবিয়ানো কারুয়ানার বিরুদ্ধে।