Site icon janatar kalam

ফ্রান্সে রাজনৈতিক অস্থিরতা, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করবেন ম্যাক্রোঁ

জনতার কলম ওয়েবডেস্ক :- ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করবেন। কয়েক সপ্তাহ আগেই দায়িত্ব নেওয়া নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নু পদত্যাগ করার কয়েকদিন পরই এই সিদ্ধান্ত ঘোষণা করলেন ম্যাক্রোঁ।

এদিকে, দেশটিতে রাজনৈতিক অস্থিরতা ক্রমেই বাড়ছে। প্রেসিডেন্ট ম্যাক্রোঁর ওপর অকাল সংসদ নির্বাচন আহ্বান করা বা নিজে পদত্যাগ করার জন্য চাপ বাড়ছে। প্রাক্তন মিত্ররাও এখন বিরোধীদের সঙ্গে একত্র হয়ে রাজনৈতিক সংকট নিরসনে তাত্ক্ষণিক পদক্ষেপের দাবি তুলেছেন।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই পরিস্থিতি ম্যাক্রোঁ সরকারের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যা ফ্রান্সের রাজনৈতিক ভবিষ্যতের দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Exit mobile version