Site icon janatar kalam

ফের পথ দুর্ঘটনায় আহত এক বাইক আরোহী যুবক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যান সন্ত্রাস অব্যাহত রাজ্যে। এ যেন রোজনামচা হয়ে দাঁড়িয়েছে। ফের পথ দুর্ঘটনায় আহত এক বাইক আরোহী যুবক। ভেঙে গেছে বাইক আরোহী যুবকের পা। ঘটনাটি ঘটেছে জিরানিয়া এলাকায়। জানা গেছে টাকারজলা থানাধিন জম্পুইজলা এলাকার বাসিন্দা জেমস কলই। জানা গেছে জিরানিয়া শ্বশুর বাড়িতে এসেছিলেন তিনি।

কোন কারণে জিরানিয়া বাজারে আসেন। অভিযোগ তখন একটি ট্রিপার সজোরে ধাক্কা দেয় তাঁকে। এতে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি।স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে গিয়ে আহত জেমস কলইকে জিরানিয়া হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়। যুবকের একটি পা ভেঙে গেছে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় পরিবারের লোকজন। জানা গেছে ট্রিপারটি আটক করা হয়েছে।

Exit mobile version