Site icon janatar kalam

ফের নিয়োগের দাবিতে স্বাস্থ্য দপ্তরের নিকট এএনএম–এমপিডাব্লিউ বেকার ছেলে-মেয়েরা 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আশ্বাস মিললেও এখনও পর্যন্ত নিয়োগ করা হয়নি স্বাস্থ্য দপ্তরের অধীন এ এন এম ও এম পি ডাব্লিউদের। স্বাভাবিক ভাবেই হতাশ বেশ কয়েক বছর ধরে পাস করে বসে থাকা চাকরি প্রত্যাশীরা। তাই বুধবার ফের তারা রাজধানীর গুর্খাবস্তী স্বাস্থ্য দপ্তরে আসেন। কিন্তু অতি সত্বর নিয়োগের তেমন কোন আশ্বাস পাননি।

অভিযোগ ২০১৬ সাল থেকে পাস করে বসে আছেন অনেক এএনএম–এমপিডাব্লিউ বেকার ছেলে-মেয়ে। অভিযোগ শুন্যপদ পড়ে থাকা সত্ত্বেও দপ্তর নিয়োগের বিষয়ে কার্যকরী কোন পদক্ষেপ নিচ্ছেন না। বর্তমানে রাজ্যে ছেলে- মেয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এএনএম ও এমপিডাব্লিউ বেকার বসে আছেন প্রায় ১৫০০-র উপরে। অথচ নিয়োগ করা হচ্ছে। এতে রীতিমতো ক্ষুব্ধ বেকাররা।

বুধবার তারা ফের স্বাস্থ্য দপ্তরে এসে আধিকারিকের সঙ্গে দেখা করে নিয়োগের দাবি জানান। তারা জানান শান্তিপূর্ণ ভাবে সপরিবারে আন্দোলন শুরু করবেন স্বাস্থ্য দপ্তরের সামনে এসে যদি নিয়োগের বিষয়ে দপ্তর কোন ব্যবস্থা না নেয় দ্রুত।

 

 

Exit mobile version