জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অবৈধ ভাবে বাংলাদেশী নাগরিকদের ভারতে অনুপ্রবেশ অব্যাহত। ফের আগরতলা রেলস্টেশনে আটক ৭ বাংলাদেশী নাগরিক। ধৃতদের মধ্যে ৪ জন মহিলা। বৃহস্পতিবার বিকেলে জিআরপি থানার পুলিস গোপন খবরের ভিত্তিতে তাদের আটক করে।
জানা গেছে ধৃতরা ভারতের বিভিন্ন রাজ্যে ট্রেনে করে যাওয়ার জন্য এসেছিল। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিস। অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিকদের শুক্রবার আদালতে সোপর্দ করা হয়।
জানা গেছে গত দুই মাসে শতাধিক বাংলাদেশী নাগরিক আগরতলা রেল স্টেশনে ধরা পড়েছে অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতের বিভিন্ন রাজ্যে যাওয়ার সময়। অভিযোগ ভারতীয় দালালদের মাধ্যমে তারা প্রবেশ করে বিভিন্ন রাজ্যে যাওয়ার পরিকল্পনায় রেলস্টেশনে আসে।কিন্তু ধরা পড়ে যায়।