জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত সি ডিভিশন ফুটবলে অংশ নিচ্ছে ইউ বি এস টি। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফুটবল দলের জার্সি প্রকাশ করলো রাজধানীর কৃষ্ণনগরের ইউ বি এস টি। রবিবার ক্লাব ঘরেই হয় সাংবাদিক সম্মেলন।১৭ জুন থেকে এবছর শুরু হচ্ছে টি এফ এ পরিচালিত সি ডিভিশন ফুটবল লিগ। মোট দুটি গ্রুপে ১৬ টি দলকে নিয়ে এ বছর অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।
ইউবিএসটির প্রথম খেলা উনিশে জুন। দল এবার ভালো ফল করবে বলে সাংবাদিক সম্মেলনে আশা প্রকাশ করেন ক্লাব সম্পাদক ধীমান দেববর্মা। স সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাবের ক্রিকেট প্রশাসক সঞ্জয় বোস সহ অন্যান্যরা।কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী ক্লাব ইউ বি এস টি। এবছর ৫৩ বছরে পদার্পণ করেছে এই ক্লাবটি। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি বিশেষ করে খেলাধুলায় তাদের একটা আলাদা ঐতিহ্য রয়েছে।