Site icon janatar kalam

ফল প্রকাশের দাবিতে এসটিজিটি পরীক্ষার্থীদের বিক্ষোভ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০২২ সালে গ্রাজুয়েট শিক্ষক নিয়োগের জন্যে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা এসটিজিটি পরীক্ষা নিয়েছিল। অবাক করার বিষয় হলো এই পরীক্ষার ফলাফল এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। কোথায় সমস্যা তা স্পষ্ট করে বলছে না সরকার। এদিকে চাকরি প্রার্থীরা কিছু দিন পর পর সংশ্লিষ্ট দপ্তরে বিক্ষোভদেখাচ্ছে। তাদের দাবি অবিলম্বে যেন এসটিজিটি পরীক্ষার ফল প্রকাশ করে নিয়োগ পক্রিয়া সম্পন্ন করতে হবে।

বুধবারও চাকরি প্রার্থীরা বিক্ষোভদেখান। তারা শিক্ষা ভবনে আসেন। কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্ব প্রাপ্ত করতে না পেরে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। বলেন, মুখ্যমন্ত্রী যেন এসটিজিটি পরীক্ষার ফল প্রকাশ ও নিয়োগ পক্রিয়া সম্পন্ন করার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন। ইতিমধ্যে অনেকেই বয়সোত্তীর্ণ হয়ে গড়ছেন। এদিকে স্কুলগুলিতে রয়েছে শিক্ষক স্বল্পতা। তাই শিক্ষক পদে নিয়োগ নিয়োগ করা হলে বেকারদের মুখে যেমন হাসি ফুটবে তেমনি স্কুলগুলিতে শিক্ষক স্বল্পতা দূর হবে। দীর্ঘদিন ধরেই নিয়োগ পক্রিয়া সম্পন্ন করার দাবিতে সোচ্চার রয়েছেন ২০২২ সালের এই এসটিজিটি পরীক্ষার্থীরা। কিন্তু সরকারের তাতে টনক নড়ছে না।

Exit mobile version