Site icon janatar kalam

“ফল খারাপ হলেই ইভিএমকে দায়ী করেন রাহুল”—কটাক্ষ কিরণ রিজিজুর

জনতার কলম ওয়েবডেস্ক :- বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানালেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির জ্যেষ্ঠ নেতা কিরণ রিজিজু। আজ নয়াদিল্লিতে সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “কংগ্রেসের ফল ভালো না হলেই রাহুল গান্ধী নির্বাচন কমিশন ও ইভিএমকে দায়ী করেন—এটা নতুন কিছু নয়।”  

রিজিজু বলেন, যদি ভোটার তালিকা নিয়ে কংগ্রেসের কোনো আপত্তি থাকে, তাহলে তাদের উচিত নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা, প্রকাশ্যে ভিত্তিহীন অভিযোগ করা নয়। তিনি আরও কটাক্ষ করে বলেন, “রাহুল গান্ধী বরাবরই গম্ভীর রাজনৈতিক ইস্যুর বদলে অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলেন।”

এর আগে, লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ তোলেন। তাঁর অভিযোগ, ভোট চুরি ও জালিয়াতির মাধ্যমে বিজেপি নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করছে।

বিজেপির পাল্টা দাবি, রাহুল গান্ধীর এই বক্তব্য শুধুমাত্র পরাজয়ের আশঙ্কা ঢাকতেই দেওয়া হয়েছে এবং এটি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রচেষ্টা।

Exit mobile version