জনতার কলম আগরতলা প্রতিনিধি :- দীর্ঘ প্রতীক্ষার পরও ফলাফল প্রকাশ না হওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন এসটিজিটি পরীক্ষার্থীরা। আজ সকাল থেকে আগরতলার টিআরবিটি (Teachers’ Recruitment Board, Tripura) দপ্তরের সামনে প্ল্যাকার্ড হাতে বসে শান্তিপূর্ণ বিক্ষোভে সামিল হলেন শতাধিক যুবক-যুবতী। তাঁদের একটাই দাবি—অবিলম্বে পরীক্ষার ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হোক।
বিক্ষোভকারীদের অভিযোগ, ২০২২ সালে এসটিজিটি পরীক্ষার আয়োজন করে টিআরবিটি। কয়েক হাজার চাকরি প্রার্থী ওই পরীক্ষায় অংশ নেন। কিন্তু প্রায় তিন বছর অতিক্রান্ত হলেও আজও প্রকাশিত হয়নি ফলাফল। শুধু তাই নয়, নিয়োগ প্রক্রিয়া শুরুরও কোনও স্পষ্ট বার্তা মেলেনি।
বিক্ষোভে অংশ নেওয়া অনেক প্রার্থীর ক্ষোভ—অবিরাম প্রতিশ্রুতি মিললেও বাস্তবে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এক প্রার্থী জানান, “আমরা ২০২২ সাল থেকে অপেক্ষায় আছি। প্রতিবারই শুধু আশ্বাস পাই, কিন্তু নিয়োগের দিক থেকে কিছুই হয় না। আমাদের মধ্যে অনেকেই বয়সসীমার শেষ প্রান্তে পৌঁছে গেছি। এখন যদি ফলাফল প্রকাশ না হয়, তবে সরকারি চাকরির সুযোগ হাতছাড়া হয়ে যাবে।”
চাকরি প্রার্থীদের দাবি, তাঁরা বারবার মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ একাধিক দপ্তরে দরবার করেছেন। কিন্তু সুনির্দিষ্ট কোনও উত্তর পাননি। অবশেষে হতাশ হয়ে তাঁরা রাস্তায় নেমে টিআরবিটি অফিসের সামনে বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছেন।প্রার্থীরা করজোড়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন দ্রুত ফলাফল প্রকাশের জন্য। তাঁদের দাবি, আর সময়ক্ষেপণ নয়—অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। নাহলে তাঁরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন।
ফলাফল প্রকাশে দেরির কারণ নিয়ে প্রশাসন নীরব থাকলেও, চাকরি প্রার্থীরা মনে করছেন—দীর্ঘসূত্রিতা শুধু তাঁদের ভবিষ্যৎকে অনিশ্চিত করছে না, বরং নতুন প্রজন্মের কর্মসংস্থানের পথও রুদ্ধ করছে। এখন চোখ শুধু সরকারের দিকে—কবে আসবে সেই বহুল প্রতীক্ষিত ফলাফল?