Site icon janatar kalam

ফটিকরায় সপ্তম বর্ষের গণেশ পূজা উদ্বোধন, দুঃস্থ মহিলাদের হাতে নতুন বস্ত্র বিতরণ

জনতার কলম আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার রাতে ঊনকোটি জেলার ফটিকরায় ভূপতি সংঘের আয়োজনে সপ্তম বর্ষের গণেশ পূজা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী ও ফটিকরায় বিধানসভার বিধায়ক সুধাংশু দাস, যিনি ফিতে কেটে পূজার আনুষ্ঠানিক সূচনা করেন।

উদ্বোধক হিসেবে উপস্থিত মন্ত্রী অনুষ্ঠানে বক্তব্যে বলেন, পূজা সুষ্ঠ ও আধ্যাত্মিক পরিবেশে সম্পন্ন করার দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে এলাকার এই উৎসবকে সমৃদ্ধ করার বার্তা দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুমতি দাস, ফটিকরায় গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিতা কর, এবং ভূপতি সংঘের সম্পাদক বিজয় বনিক প্রমুখ। এদিনের বিশেষ আয়োজন হিসেবে অতিথিরা হাতধরে এলাকার প্রায় ৩০ জন দুঃস্থ মহিলার হাতে নতুন বস্ত্র তুলে দেন। অনুষ্ঠানের সফলতা ও সামাজিক উদ্যোগের জন্য পূজাকে ঘিরে এলাকায় যথেষ্ট সাড়া পড়েছে।

 

Exit mobile version