Site icon janatar kalam

ফটিকরায় ক্রিকেট টুর্নামেন্টে খেলোয়াড়দের উৎসাহ দিলেন মন্ত্রী সুধাংশু দাস

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-বুধবার কৃষ্ণনগর হাই স্কুল মাঠে ফটিকরায় বিধানসভার অন্তর্গত পঞ্চায়েত ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এআরডি মন্ত্রী সুধাংশু দাস। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে খেলাধুলার প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, ফটিকরায় বিধানসভা এলাকার স্থানীয় খেলোয়াড়দের উৎসাহিত করা এবং তাঁদের প্রতিভাকে প্রাধান্য দেওয়ার লক্ষ্যে এই ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তিনি আরও বলেন, খেলাধুলা শুধু শরীরচর্চাই নয়, এটি শৃঙ্খলা, একতা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, এই ধরনের টুর্নামেন্টের মাধ্যমে এলাকার বহু প্রতিভাবান খেলোয়াড় নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন এবং ভবিষ্যতে রাজ্য ও জাতীয় স্তরেও নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হবেন।

এই টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়ানুরাগীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। পঞ্চায়েত ভিত্তিক দলগুলির অংশগ্রহণে জমজমাট হয়ে ওঠে উদ্বোধনী ম্যাচ।

Exit mobile version