জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রেস ক্লাবের চল্লিশ বছর পূর্তি উপলক্ষে শোভা যাত্রা অনুষ্ঠিত হয়। আগরতলা প্রেস ক্লাব চল্লিশ বছর পূর্ণ করলো । এই উপলক্ষ্যে মঙ্গলবার প্রেস ক্লাবের তরফে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে প্রেস ক্লাবের সকল সদস্য সহ সাংবাদিক এবং সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত সকল স্তরের কর্মীরা সামিল হয়েছিলেন । এমনকি প্রেস ক্লাবের সদস্য যারা বর্তমানে সাংবাদিকতার কাজ থেকে অবসর নিয়েছেন তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়।