জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কিশোর বয়সে প্রেম মানতে পারেননি পরিবারের লোকজন। চাপে পড়ে আত্মহত্যার চেষ্টা করলো দ্বাদশের এক ছাত্র। এই ছাত্রকে গুরুতর অবস্থায় জিবিপি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের একাধিক জায়গায় ব্লেড দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি খোয়াই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কাছে। এই স্কুলেরই দ্বাদশের এক সহপাঠীর সঙ্গে ভালোবাসায় জড়িয়ে পড়ে। এই ঘটনায় দ্বাদশের ছাত্রটিকে বাড়িতে ডেকে নিয়ে অপমান করে ছাত্রীর পরিবারের লোকজন। এর পরই বাড়ি ফিরে বিষপান করে দ্বাদশের ছাত্রটি। তার অবস্থা গুরুতর হতে দেখে দ্রুত খোয়াই জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকেই উন্নত চিকিৎসার জন্য জিবিপি হাসপাতালে রেফার করা হয়েছে।ছাত্রের অবস্থা গুরুতর। এদিকে আহত ছাত্রের পরিবারের লোকজনদের দাবি, মেয়েটির বাবা-সহ পরিবারের লোকজন তাকে ব্লেড দিয়ে আঘাত করেছে।আগরতলা জিবিপি হাসপাতালে বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে ছাএটি।ময়নাতদন্তের পরে পরিবারের হাতে তোলে দেওয়া হয় মৃতদেহ।