Site icon janatar kalam

প্রিয়াঙ্কা ও রাহুল গান্ধীর ত্রিপুরা সফর ঘিরে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে : আশীষ 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এ মাসের মাঝামাঝি রাজ্যে আসছেনই প্রিয়াঙ্কা গান্ধী। বিভ্রান্তির কোন জায়গা নেই। দিনক্ষণ ঠিক হলে রাজ্যবাসীকে জানানো হবে। কোন কোন মহল থেকে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে। প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধী কিছুদিনের ভেতর রাজ্যে আসবেই। বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনে বিভিন্ন শাখা সংগঠনের কর্মীদের নিয়ে বৈঠকে এ কথা জানান কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। প্রিয়াঙ্কা গান্ধীর সফরকে ঘিরে বিভিন্ন জেলায় সাংগঠনিক বৈঠক শুরু করেছে প্রদেশ কংগ্রেস। বৃহস্পতিবার ধর্মনগর এবং ঊনকোটি সফরে গিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। অপরদিকে দক্ষিণ জেলা সফরে গিয়েছেন প্রাক্তন মন্ত্রী মনিন্দ্র রিয়াং সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব।

 

 

Exit mobile version