Site icon janatar kalam

প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালামের মৃত্যুবার্ষিকী বিশেষ ভাবে উদযাপন করার উদ্যোগ নিয়েছে প্রদেশ বিজেপি-র মাইনোরিটি মোর্চা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতের প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালামের নবম মৃত্যু বার্ষিকী পালনের সিদ্ধান্ত নিয়েছে বিজেপির সংখ্যালঘু মোর্চা। এরই অঙ্গ হিসেবে ত্রিপুরাতেও সংগঠনের তরফে নেওয়া হয়েছে কর্মসূচী। শুক্রবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানান সংগঠনের সভাপতি বিল্লাল মিয়া।

তিনি জানান, অল ইন্ডিয়া মাইনোরিটি মোর্চার পক্ষ থেকে পুরস্কার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ত্রিপুরার বিভিন্ন ক্ষেত্রে দৃষ্টি আকর্ষণকারীদের নাম ৬ আগস্টের মধ্যে দিল্লি পাঠানো হবে। তারপর সর্বভারতীয় সংগঠনের তরফ থেকে ১২ আগস্ট পুরস্কার দেওয়া হবে। ২৭ আগস্ট এপিজি আব্দুল কালামের নবম মৃত্যুবার্ষিকী। তিনি ভারতবর্ষবাসীর কাছে মহাপুরুষের মতো ছিলেন।

তাই তাঁর মৃত্যুবার্ষিকী বিশেষ ভাবে উদযাপন করার উদ্যোগ নিয়েছে প্রদেশ বিজেপি-র মাইনোরিটি মোর্চা। রাজ্যের সবকয়টি সাংগঠনিক জেলায় দিনটি উদযাপন করা হবে। বৃক্ষরোপণ কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।

 

 

Exit mobile version