Site icon janatar kalam

প্রাক্তন মন্ত্রী কেশব মজুমদারের প্রয়ানে শেষ শ্রদ্ধা নিবেদন রাজ্যের মুখ্যমন্ত্রীর 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কেশব মজুমদার ।পাশাপাশি তিনি ছিলেন বরেণ্য শিক্ষক – ফুটবলার এবং নাট্য শিল্পী । আজ আগরতলায় রামনগরের ভাড়া বাড়িতে নবতিপর রাজ্যের এই কৃতি সন্তানের প্রয়াণ ঘটে। এদিন শেষবারের মতো তার মরদেহ নিয়ে আসা হয় রাজ্য বিধানসভায়। সেখানে প্রয়াত প্রাক্তন মন্ত্রীকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সমস্ত মন্ত্রী বিধায়কগণ। তার মৃত্যুতে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য একজন অভিজ্ঞ রাজনৈতিক নেতাকে হারালো। দীর্ঘ বছর তিনি বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং একাধিক দপ্তরের মন্ত্রী ছিলেন। অনেকদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। প্রাক্তন মন্ত্রীর প্রানে তিনি শোক ব্যক্ত করেন। প্রাক্তন মন্ত্রীর মৃত্যুতে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সিপিআইএম দলের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক এবং বিধায়ক জিতেন চৌধুরী বলেন, কেশব মজুমদার ছিলেন একজন দক্ষ নেতা, সুবক্তা এবং সুবক্তা এবং গুণী শিক্ষক ছিলেন। বামপন্থী গণ আন্দোলন রাজ্যে গড়ে তোলার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এমন নেতার মৃত্যুতে দলের বড় ক্ষতি বলে অভিমত ব্যক্ত করেন। প্রবীন এই নেতার মৃত্যুতে শোক ব্যক্ত করেছেন বহু মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে প্রাক্তন মন্ত্রীর প্রানের দুঃখ প্রকাশ করেছেন।

Exit mobile version