Site icon janatar kalam

প্রয়াত যদু মোহন ত্রিপুরা রাজ্যের আদিবাসীদের কাছে জনপ্রিয় নেতা ছিলেন : আশীষ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রয়াত আদিবাসী কংগ্রেসের নেতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বুধবার সকালে কংগ্রেস ভবনে কংগ্রেসের আদিবাসী সেলের প্রাক্তন সভাপতি প্রয়াত যদু মোহন ত্রিপুরার প্রতি শ্রদ্ধা জানানো হয়।

উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, কংগ্রেস নেতা শান্তি রঞ্জন দেবনাথ, কংগ্রেসের তপশিলি সংগঠনের রাজ্য সভাপতি নিরঞ্জন দাস, যুব নেতা নীল কমল সাহা সহ আদিবাসী কংগ্রেসের নেতৃত্ব।উপস্থিত সকলে প্রয়াতের প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানান।

প্রদেশ কংগ্রেস সভাপতি এদিন বলেন, প্রয়াত যদু মোহন ত্রিপুরা রাজ্যের আদিবাসীদের কাছে জনপ্রিয় নেতা ছিলেন। রাজ্যের এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে কংগ্রেস দলের হয়ে কাজ করেছেন। আদিবাসীদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে তিনি কাজ করেছেন।যদু মোহন ত্রিপুরা ছিলেন একজন অবিসংবাদী নেতা।

Exit mobile version