Site icon janatar kalam

প্রয়াত বিজেপি নেতার পরিবারের পাশে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উত্তর জেলা বিজেপি দলের সাধারণ সম্পাদক তথা যুব তুর্কিনেতা সুমিত দের আকস্মিক মৃত্যুতে রাজ্য বিজেপির অপূরণীয় ক্ষতি হয়ে গেল। সুমিত দের শোকাহত পরিবারকে শোক ও সমবেদনা জানাতে আগরতলা থেকে রেল যোগে ধর্মনগরে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক । ধর্মনগর রেলওয়ে স্টেশন থেকে শ্রীমতি ভৌমিক সোজা চলে যান সুমিত দের বাড়িতে। সফর সঙ্গী ছিল উত্তর জেলা বিজেপি সভানেত্রী মলিনা দেবনাথ, বাগবাসার বিধায়ক যাদব লাল নাথ এবং বাগবাসা মন্ডল সভাপতি সুদীপ দেব ,জেলা এবং মহকুমা স্তরের কর্মকর্তারা। কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত নেতার স্ত্রী ও ছেলের সাথে ব্যক্তিগত আলাপ আলোচনা করেন । পাশাপাশি পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন । প্রসঙ্গত সুমিতদের একমাত্র ছেলে বর্তমানে নবম শ্রেণীতে পাঠরত ।

 

 

 

Exit mobile version