Site icon janatar kalam

প্রয়াত প্রাক্তন বিধায়ক সুরজিত দত্তের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালো নাগেরজলা সিন্ডিকেটের কর্মী সমর্থকরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রামনগরের প্রয়াত প্রাক্তন বিধায়ক সুরজিত দত্তের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালো নাগেরজলা সিন্ডিকেটের কর্মী সমর্থকরা ।গত বুধবার রাতে বহিরাজ্যের একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন বিধায়ক সুরজিত দত্ত। বৃহস্পতিবার বটতলা মহাশ্মশানে অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন হয় তার ।শুক্রবার সকালে নাগেরজলা সিন্ডিকেটের উদ্যোগে নাগেরজলা স্ট্যান্ডে বিধায়কের অকাল প্রয়াণে এক শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতৃত্ব বলাই গোস্বামী ,অভিজিৎ মল্লিক সহ অন্যান্যরা ।অনুষ্ঠানে উপস্থিত সকলে প্রয়াত বিধায়কের প্রতিক্রিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এদিন সংবাদ মাধ্যমকে সংগঠনের জনৈক নেতৃত্ব জানান মানুষের জন্য কাজ করা , মানুষের সেবা করা ও মানুষের দুঃখে মানুষের পাশে থাকা অনেক বড় দায়িত্ব যেটা আমাদের জননেতা প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্ত দীর্ঘদিন করে আসছিলেন এবং উনার এই পথ অনুসরণ করে আমরাও আগামীদিন এগিয়ে যাবো। তাছাড়া আমরা জানি মানুষ অমর নয় মানুষ তার কর্মের দ্বারা অমর হয়ে থাকে সেভাবেই সুনু দাও নিজের কর্মের দ্বারা রাজ্যবাসীর মনে চির স্মরণীয় হয়ে থাকবে বলেও নিজ মন্তব্যে তুলে ধরেন।

Exit mobile version