প্রয়াত প্রদীপ দত্ত ভৌমিককে শেষ শ্রদ্ধা জানালেন সংবাদ জগৎ সহ নেতা মন্ত্রীরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিবার দিল্লির এইমসে প্রয়াত হন সংবাদ জগতের প্রবাদ প্রতিম ব্যাক্তিত্ব দৈনিক সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক, মুদ্রক, প্রকাশক প্রদীপ দত্ত ভৌমিক। রাজ্যের এই বরিষ্ঠ সাংবাদিকের মৃত্যুতে সংবাদ জগতে শোকের ছায়া নেমে আসে।
মুখ্যমন্ত্রী সহ সমাজের বিশিষ্টজনেরা প্রয়াতের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছেন। আজ দুপুরে প্রয়াত বরিষ্ঠ সাংবাদিক প্রদীপ দত্ত ভৌমিকের মৃতদেহ রাজ্যে আনা হয়। মৃতদেহটি আগরতলা প্রেস ক্লাবের সামনে নিয়ে আসা হলে সেখানে সাংবাদিক, সম্পাদক, সংবাদ মাধ্যমের মালিক এবং সমাজের বিশিষ্ট ব্যাক্তিরা শেষ শ্রদ্ধা জানান।